Golden Bangladesh
Eminent People - মুহম্মদ কুদরাত-এ-খুদা

Pictureমুহম্মদ কুদরাত-এ-খুদা
Nameমুহম্মদ কুদরাত-এ-খুদা
DistrictFaridpur
ThanaNot set
Address
Phone
Mobile
Email
Website
Eminent Typeবিজ্ঞান ও প্রযুকিাত
Life Style

মুহম্মদ কুদরাত-এ-খুদাবাড. কুদরাত-এ-খুদা

(ইংরেজি:Muhammad Qudrat-i-Khuda) (ডিসেম্বর ১,১৯০০-নভেম্বর ৩,১৯৭৭) ছিলেন একজনবাংলাদেশীরসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ।

জীবন

কুদরাত-এ-খুদা১৯০০সালের ডিসেম্বর ১পশ্চিমবঙ্গেরবীরভূমের মাড়গ্রামে এক সম্ভ্রান্ত পীর পরিবারে জন্মগ্রহণ করেম। তার পিতাখোন্দকার আব্দুল মুকিদ, মাতাফাসিহা খাতুনড. কুদরাত-এ-খুদার শিক্ষাজীবন শুরু হয় মাড়গ্রাম এম.ই. স্কুলে। পরবর্তীতে তিনি চলে আসেন কলিকাতা উডবার্ন এম.ই. স্কুলে এবং কলিকাতা মাদ্রাসায়। কলিকাতা মাদ্রাসা থেকে তিনি ১৯১৮সালে ম্যাট্রিক পাশ করেন। তারপর তিনি ভর্তি হন বিখ্যাতপ্রেসিডেন্সি কলেজে। সেখান থেকেই তিনি১৯২৫সালে রসায়নেপ্রথম শ্রেণীতে প্রথম হয়ে এম.এস.সি পাশ করেন। পাশ করার পর তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইংল্যান্ডপাড়ি জমান। লন্ডন বিশ্ববিদ্যালয়হতেStainless Configuration of Multiplanmet Ringবিষয়ে গবেষণারজন্য তিনি ১৯২৯ সালে রসায়নেডি.এসসি. ডিগ্রী লাভ করেন। দেশে ফিরে এসে তিনি প্রেসিডেন্সি কলেজেপ্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিনিয়ে গবেষণা শুরু করেন।

ড. কুদরাত-এ-খুদা১৯৩১সালে প্রেসিডেন্সি কলেজে শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে নিজের কর্মজীবন শুরু করেন।১৯৩৬সালে তিনি এ কলেজে বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।১৯৪২সালে ইসলামিয়া কলেজেঅধ্যক্ষহন এবং১৯৪৬সালে প্রেসিডেন্সি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন।দেশ বিভাগেরপর ড. কুদরাত-এ-খুদাপূর্ব পাকিস্তানেচলে আসেন এবং জনশিক্ষা পরিচালকের দায়িত্ব নেন (১৯৪৭-১৯৪৯)। অতঃপর তিনি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োজিত হন।১৯৫২-১৯৫৫সাল পর্যন্ত মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং১৯৫৫থেকে১৯৬৩সাল পর্যন্ত পাকিস্তান বিজ্ঞান ও শিল্প গবেষণাগারসমূহের পরিচালক ছিলেন।১৯৬৩সালে চাকুরি থেকেঅবসরনিয়ে পাকিস্তানকেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডেরচেয়ারম্যান নিযুক্ত হন। বাংলাদেশের স্বাধীনতা লাভের পরে দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের জন্য যে শিক্ষাকমিশন গঠন করা হয় ড. কুদরাত-এ-খুদা তার সভাপতি নির্বাচিত হন। তার সুযোগ্য নেতৃত্বেবাংলাদেশ শিক্ষাকমিশন রিপোর্টপ্রণীত হয়।

গবেষণা

ড. কুদরাত-এ-খুদাস্টেরিও রসায়ননিয়ে গবেষণা শুরু করেন। পরবর্তীতে তাঁর গবেষণার বিষয়বস্তু ছিলবনৌষধি, গাছগাছড়ার গুণাগুণ,পাট,লবণ,কাঠকয়লা,মৃত্তিকাও অনান্যখনিজ পদার্থ। বিজ্ঞানী হিসাবে তাঁর ও তাঁর সহকর্মীদের ১৮টিআবিষ্কারেরপেটেন্ট রয়েছে, যার মধ্যে ৯টি পাটসংক্রান্ত। এর মধ্যে পাট ওপাটকাঠিথেকেরেয়ন, পাটকাঠি থেকেকাগজএবং রস ওগুড়থেকে মল্ট ভিনেগার আবিষ্কার উল্লেখযোগ্য। দেশে ও বিদেশের বিভিন্ন বিখ্যাত গবেষণামূলক পত্রিকায় তাঁর রচিত প্রায় ১০২টি গবেষণামূলকপ্রবন্ধপ্রকাশিত হয়েছে।

শিক্ষা কমিশন রিপোর্ট

:কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন

প্রাচীন শিক্ষাব্যবস্থার পরিবর্তন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপযোগী সমাজগঠনমূলক একটি সার্বিক শিক্ষাব্যবস্থার রুপরেখা প্রণয়নের উদ্দেশ্যেগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকর্তৃক গৃহীত প্রস্তাব অনুযায়ী১৯৭২সালেরজুলাই ২৬গঠিত 'জাতীয় শিক্ষা কমিশন' প্রণীত সুপারিশমালা। এই কমিশনের সভাপতি ছিলেন ড. কুদরাত-এ-খুদা। তাঁর নাম অনুসারে পরবর্তীকালে রিপোর্টটির নাম রাখা হয় 'ড. কুদরাত-এ-খুদা শিক্ষাকমিশন রিপোর্ট'। এটি প্রকাশিত হয়১৯৭৪সালের মে মাসে 'বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট' নামে। এতে পরিশিষ্ট বাদে ৩৬টি অধ্যায় ছিল এবং পৃষ্ঠা সংখ্যা ছিল মোট ৪৩০।

মৃত্যু

ড. কুদরাত-এ-খুদা১৯৭৭সালেরনভেম্বর ৩ঢাকায়মৃত্যুবরণ করে


  উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ 

Rationale
UploaderRaihan Ahamed