Golden Bangladesh
নারায়ণগঞ্জ জেলা পরিচিতি

[গোল্ডেন বাংলাদেশ দেশের 64 জেলার ইতিহাস সহ প্রত্যেক জেলার গুরুত্বপূর্ণ তথ্য সংযোজনের মাধ্যমে সেবা প্রদান করতে বদ্ধ পরিকর। তাই প্রত্যেক জেলার সদস্যদের নিজ জেলার তথ্য আপলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। তথ্য আপলোড কারীর নাম তথ্যসূত্রে উল্লেখ করা হবে। তাই দেরি না করে নিজ জেলার গৌরবময় ইতিহাস সংযোজন করে সাইটটিকে সমৃদ্ধশালী করার জন্য অনুরোধ করা হচ্ছে।]

নারায়ণগঞ্জ জেলা ঢাকার সন্নিকটে অবস্থিত একটি বর্ধিষ্ণু শিল্পাঞ্চল। জেলার উপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কসহ কয়েকটি গুরম্নত্বপূর্ণ আন্ত:জেলা সড়ক অতিক্রম করেছে। এ জেলায় ছোট-বড় প্রায় ৩,০০০ টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন, সিদ্ধিরগঞ্জ পাওয়ার ষ্টেশন, সাইলো এবং ডকইয়ার্ডও এ জেলায় রয়েছে। একই সাথে জেলার আনাচে-কানাচে অনেক গার্মেন্টস্, মিল-কারখানা থাকায় এবং জেলাটি দেশের অন্যতম নদীবন্দর হওয়ায় শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ীদের বিপুল সমাগম ঘটে। উল্লেখ্য রেডিমেড গার্মেন্টস্ এর মোট রপ্তানীর প্রায় ২৫ ভাগ এবং নীটওয়ার সামগ্রীর মোট রপ্তানীর প্রায় ৮০ ভাগই এ জেলায় উৎপাদিত হয়ে থাকে। নারায়ণগঞ্জ দেশের বৃহত্তম নদীবন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা-বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। ঐতিহ্যবাহী সোনারগাঁ লোক-শিল্প জাদুঘর ,পানাম নগরী,বাংলার তাজমহল, সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ এর মাজার,পাঁচ পীরের দরগাহ, কদম রসুল দরগাহ, লাঙ্গলবন্দ, হিন্দু তীর্থ স্থান, সোনাকান্দা দূর্গ, রাসেলপার্ক, ও জিন্দাপার্ক এ জেলাকে  পর্যটন  কেন্দ্র হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে। [চলবে....]

তথ্যসূত্র : www.narayanganj.gov.bd/