Golden Bangladesh
Blog categories
দেশের জন্য ১০মিনিট
Monday, 9 December 2013, 12:00 AM

বাংলাদেশকে আমরা পেয়েছি বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে।  বাংলাদেশের ইতিহাসের প্রতিটি ধাপে রয়েছে তরুণদের গৌরবোজ্জল ভূমিকা।  ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ‘৫২-র ভাষা আন্দোলন’, ‘৬২-র শিক্ষা আন্দোলন’, ‘৬৯-এর গণ-অভ্যুত্থান’, ৭১-এর মুক্তিযুদ্ধে অংশ নেয় প্রতিটি জাতি।

যাঁরাই আন্দোলনে অংশ গস্খহণ করেছিলেন তাঁরাই তাদের নিজেদের জীবন বাজি রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংগ্রাম করেছিলেন।  আর্থিক অথবা মর্যাদার জন্যে যারা সংগ্রামে অংশগ্রহণ করেননি, তাদের সংগ্রাম ও ত্যাগের ফসল আমরা বর্তমান প্রজন্ম ভোগ করছি।

স্বাধীনতার ৪২ বছর অতিক্রম করছি আমরা।  আগামী ২০২১ সালে অর্ধশত বছর পূর্তি উদযাপন করতে  যাচ্ছি।  অথচ ৪২ বছরে  জাতির যে জায়গায় যাওয়া দরকার ছিল, তার ধারে কাছেও পৌঁছাতে পেরেছি কি আমরা? যে উদ্দীপনা, ঐক্য, দায়িত্ব, সক্রিয়তা ও ত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জনে সফল হয়েছি, দেশ  গঠনে এসব অনুপস্হিত।  স্বাধীনতার  মূল  লক্ষ্ অর্জনের জন্য প্রতিটি নাগরিককেই হতে হবে সচেতন ও দায়িত্বশীল।  আমরা প্রতিদিন দেশের জন্য যদি ১০ মিনিট ভাবি কাজ করি,  অন্যদের তা করতে উদ্বুদ্ধ করি-সবার কাছে পৌঁছে দিই এই বার্তা তাহলে এই সামান্য ১০ মিনিট কাজের মাধ্যমে গড়ে তুলতে  পারি শক্ত এক ভিত

আমরা  দশ মিনিটে কী করতে পারি

  • দেশের উন্নয়নে আয়কর, ভ্যাট এবং সরকারি বিভিন্ন রাজস্ব সঠিক সময়ে প্রদান করি এবং এই সংক্রান্ত ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধি করতে কাজ করতে পারি।
  • লাইট, এসি, ফ্যান, গ্যাসের চুলা ও  গাড়ির ব্যবহার ১০ মিনিট  বন্ধ রাখতে পারি।
  • ইন্টারনেটসহ বিভিন্ন প্রচার মাধ্যমে ভালো বাণী পাঠাতে পারি।
  • টেলিফোনে অপ্রয়োজনীয় কথা বলার চেয়ে ১০ মিনিট কথা কম বলতে পারি।
  • দেশের জন্য ১০ মিনিট ভাবতে পারি।
  • দেশ ও  জাতির  স্হায়ী কল্যাণের  রাজনীতিকে  উৎসাহিত করতে পারি।
  • মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুরনীতির বিরুদ্ধে কাজ করতে পারি।
  • যেসব কাজে সমাজ ও দেশ উপকৃত হবে সেইসব কাজে আত্ননিয়োগ করতে পারি  ।
  • নারী মা, মেয়ে ও বোনকে  জাতির গুরুত্বপূর্ণ অংশ  হিসেবে ভাবতে পারি । 
  • স্ব-স্ব ধর্মের আদর্শের কথা ভাবতে পারি এবং নীতি-মূল্যবোধ ও দেশপ্রেম সম্পর্কে অগ্রজ ও অনুজদের অনুপ্রাণিত করতে পারি। 

প্রতিদিনের ২৪ ঘণ্টার মধ্যে দেশের জন্য ১০ মিনিট সময় বের করা কঠিন কি ? মাত্র ১০ মিনিটের ভাবনাতে শুধু দেশের কল্যাণ হবে তা নয়, আমাদের মানসিকতাতেও ইতিবাচক পরিবর্তন আনবে।  আনবে  নির্মল পরিতৃপ্তি।  তা না হলে দেশের জন্য মানুষ শহীদ হতো না।  তাই আসুন সবাই দেশের জন্য আলাদা ভাবে ১০ মিনিট সময় দিই।  পরবর্তী প্রজন্মের জন্য গড়ে তুলি সমৃদ্ধ, সুন্দর, শান্তিপূর্ণ ও সম্মানজনক  স্বদেশ।

[“দেশের জন্য ১০ মিনিট” এই ভাবনাটির সাথে আপনি যদি মনে করেন নতুন কিছু সংযোজন করা প্রয়োজন তাহলে দয়া করে তা মন্তব্যের মাধ্যমে জানাবেন। ]